Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা সমবায় কার্যালয়

বন্দর, নারায়নগঞ্জ।

সিটিজেন চার্টার

 

আমাদের পরিচিতিঃ-

 

সমবায় অধিদপ্তর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনসত্ম একটি সরকারী প্রতিষ্ঠান। ১৯০৪ সাল থেকে এ দেশের জনগনকে সমবায়ের ৭টি আদর্শে  উদ্ধুদ্ধ করে এ প্রতিষ্ঠান দেশের সকল শ্রেণীর ও পেশার জনগনের আথৃ-সামাজিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ দূরীকরনের জন্য কাজ করে আসছে। এ দেশের সমবায় আন্দোলন আমত্মর্জাতিক ভাবে স্বীকৃত ৭টি আদর্শ দ্বারা পরিচালিত হয়। এগুলো হচ্ছেঃ-

 

১। স্বতঃস্ফুর্ত এবং অবাধ সদস্যপদ।

২। গণতান্ত্রিক সদস্য নিয়ন্ত্রন।

৩। সদস্যদের আর্থিক অংশগ্রহণ।

৪। স্বায়ত্বশাসন ও স্বাধীনতা।

৫। শিক্ষা, প্রশিক্ষন ও তথ্য।

৬। আমত্মঃ সমবায় সম্পর্ক।

৭। সামাজিক সম্পৃক্ততা।

 

সমবায়ের ভিত্তি হচ্ছে গণতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাবলম্বিতা ও স্ব-নির্ভরতা। মূলতঃ কৃষি নির্ভর অর্থনীতিকে সমর্থন করার জন্য এদেশে সমবায়ের সূচনা হলে ও বর্তমানে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে সমবায় তার কার্যক্রমকে বিসত্মৃত করেছে।

 

আমাদের প্রত্যাশাঃ-

 

গণতন্ত্রমনা দুনীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতা মূলক নারী-পুরুষ নির্বিশেষে সুশিক্ষিত ও সুদক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্রমে সমবায় আন্দোলনকে বেগবান করা।

 

আমাদের লক্ষ্যঃ-

 

ধনী, দরিদ রির্বিশেষে স্বীয় চেষ্টায় উন্নয়নে প্রত্যয়ী জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে উদ্যোক্তা সৃষ্টি ও পুজি বিনিয়োগের মাধ্যমে স্ব-কর্মসংস্থান ও আত্বনির্ভরশীল করে দারিদ দুরীকরন শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশে সামাজিক ও অর্থনেতিক উন্নয়নের সহযোগিতা মূলক অংশগ্রহন নিশ্চিত করা।

 

 

ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিস্পত্তি, অবসায়ন ও নিবন্ধন বাতিলঃ-

 

১। সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কতৃক পরিচালিত হয়। নিবন্ধনের সময় নিয়োগকৃত কমিটির মেয়াদ ১ বছর। নির্বাচিত ব্যবস্থাপনা  কমিটির মেয়াদ ৩ বছর। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে উক্ত সমিতির পরিশোধিত শেয়ার মূলধন ৫০,০০০/- টাকার নীচে হলে সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসার ও পরিশোধিত শেয়ার মূলধন ৫০,০০০/- টাকার উর্ধেব হলে জেলা সমবায় অফিসারের আইনের আওতায় অর্মত্মবতী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। উল্লেখ্য যে, অর্মত্মবতী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহনের পর হইতে ৯০ দিন। উক্ত কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।

২। জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা দ্বারা প্রাথমিক সমিতি ব্যবস্থাপনা অর্থিক কাযক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

৩। সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদর্শন কিংবা তদমেত্মর মাধ্যমে নিস্পতি করেন।

৪। প্রাথমিক সমিতির নির্বাচন সহ যে কোন সৃষ্ট বিরোধ জেলা সমবায় অফিসারের নিকট দায়ের করা হলে তিনি বা নিযুক্ত সালিশকারী ন্যায় বিচার, সমতা ও সুবিবেচনা প্রসুতভাবে নির্ধারিত সময়ের মধ্যে ডিসপুট মামলা হিসেবে গন্য করে তার রায় প্রদান করেন। রায়ে কেউ সংক্ষদ্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (বিচার) এর নিকট আপীল করতে পারেনঅ বিরোধ আপীলের সাথে ১০০/- (একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে।

৫। উল্লেখ্য যে,  নির্বাচনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ও অন্যান্য ক্ষেত্রে ১ বছরের মধ্যে অভিযোগ দাখিল করিতে হইবে।

৬। প্রাথমিক সমিতি অকার্য্যকর হলে কিংবা সদস্যগন সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়ন করতে পারেন । আবার সদস্যদের আগ্রহের কারনে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।

৭। কোন সমিতির কাযক্রম ১ বছর বন্ধ থাকিলে এবং শেয়ার অথবা সঞ্চয় ৩,০০০/- টাকার নীচে হলে নিবন্ধক সরাসরি নিবন্ধন বাতিল করিতে পারেন।

 

প্রশিক্ষনঃ-

 

১। কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়িতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষন প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী  এবং আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষন সেবা প্রদান করা হয়।

২। উপজেলা সমবায় কার্য্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষন ইউনিট সমিতিতে গিয়ে সমিতির সদস্যদের নিম্নোক্ত বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকেঃ-

(ক) সমবায় সমিতি আইন ও বিধিমালা ।

(খ) প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়ন।

(গ) নেতৃত্ব উন্নয়ন।

(ঘ) যৌতুক প্রথা ।

(ঙ) স্যানিটেশন।

(চ) বাল্য বিবাহ।

(ছ) ইভটিজিং প্রতিরোধ।

(জ) এইডস সহ অন্যান্য সংক্রামক ব্যাধি সম্পর্কিত সচেতনতা সৃষ্টি।

(ঝ) সামাজিক বনায়ন।

(ঞ) অন্যান্য আর্থ সামাজিক বিষয়।

 

আমাদের দায়িত্বঃ-

 

১। ধনী-দরিদ্র নির্বিশেষে গণতন্ত্রমনা জনগনকে সমবায় আদর্শে উদ্ধুদ্ধ করা এবং তাদের সমন্বয়ে সমবায সমিতি গঠন, নিবন্ধন, তত্ত্বাবধায়ন ও আইনগতভাবে নিয়ন্ত্রন করা।

২। নিবন্ধিত সমবায় সমিতির নিরীক্ষা , পরিদর্শন ও তদমত্ম করা। সমবায় সমিতির বিভিন্ন অনিয়মের জন্য দোষী সদস্যদের দন্ড প্রদান করা।

৩। সমবায় সমিতির বিভিন্ন ধরনের বিরোধ নিস্পত্তি ও অকার্যকর সমিতির নিবন্ধন বাতিল করা ।

৪। সমবায় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে সমবায় সম্পর্কিত জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য সমবায় ব্যবস্থাপনা  উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, আত্নকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্পর্কে প্রশিক্ষন প্রদান।

৫। সরকার কর্তৃক বাসত্মবায়িত আশ্রয়ন/আবাসন, আিরডিবি, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত কর্মসূচীর আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রন।

৬। বৃক্ষরোপন,পরিবার পরিকল্পনা, গনশিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ইত্যাদি সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাসত্মবায়নে সহযোগীতা করা।

আমাদের সেবা সমূহঃ-

১। আইনগত সেবাঃ-

সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২) ও সমবায় সমিতি বিধিমালা ২০০৪ মোতাবেক আইনগত সেবা সমুহঃ-

(ক) নিবন্ধন ও উপআইন সংশোধনঃ-       

১। বৈধ উপায়ে নিজেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্যনুন্যতম ২০(কুড়ি) জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়।

২। সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনায় সুনির্দিষ্ট বিধানাবলী সমন্বিত উপ-আইন নিবন্ধনকরা হয় এবং পরবর্তীতে প্রয়োজন বোধে উপ-আইনের সংশোধনী নিবন্ধন করা হয়।

৩। সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভহমিহীন এবং আশ্রয়হীনদের  দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক । সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন ৩০০/- (তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়ে।

৪। দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে তিন হাজার টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির নিবন্ধনের জন্য কমপক্ষে ১ কোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০,০০০/-( বিশ হাজার) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে।

৫।  সমিতি নিবন্ধন লাভের জন্য নিব কের নিকট আবেদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে নিবন্ধন লাভের যোগ্য হইলে নিবন্ধন দেওয়া হয় আর কোন ত্রুটি থাকিলে পুনরায় সংশোধনের নিমিত্তে ফেরৎ প্রদান করা হয়।

৬। তথ্য প্রযুক্তি আইন/২০০৯এর আলোকে অত্র কার্যালয়ের  ‘‘হেল্প-ডেস্ক’’ এর দায়িত্বে একজন কর্মকর্তা নিয়োজিত আছেন এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসেবে  উপজেলা সমবায় অফিসার, বন্দর, নারায়নগঞ্জ নিয়োজিত আছেন। কোন তথ্য জানতে চাইলে এবং কোন অভিযোগ থাকলে অত্র কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  উপজেলা সমবায় অফিসার এর নিকট দাখিল করলে তা নিস্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ                 শাহিনা আক্তার ডলি

উপজেলা সমবায় অফিসার, বন্দর, নারায়নগঞ্জ।

         ফোন -০১৭৫০৯৩১৯৩৪, 

ই-মেইল